প্রকাশিত: Sat, Apr 8, 2023 4:21 AM
আপডেট: Tue, Jan 27, 2026 1:14 AM

ডা. জাফরুল্লাহ চৌধুরী অসুস্থ

জেরিন আহমেদ: এখন তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের  প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। 

তিনি জানান, কিডনির জটিলতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে ডা. জাফরুল্লাহর। বৃহস্পতিবার হজমে কিছুটা সমস্যা দেখা দেয়। অন্যদিকে রুচি না থাকায় কিছু খেতে পারছিলেন না। ফলে আকস্মিক দুর্বলতার শিকার হন তিনি।   

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও বর্তমানে জাফরুল্লাহ চৌধুরীকে দেশের অন্যান্য চিকিৎসকও দেখভাল করছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব